বগুড়ায় ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
২৬ মার্চ, ২০২২, 6:42 PM

NL24 News
২৬ মার্চ, ২০২২, 6:42 PM

বগুড়ায় ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : শনিবার দুপুরে বগুড়া জিলা স্কুল অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খেতাবপ্রাপ্ত ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।
জিলা স্কুল অডিটোরিয়ামে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এ দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারে শহিদ সদস্যদের, শহিদ জাতীয় চার নেতা, বীর মুক্তিদ্ধোদের ও শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মধ্যে যেসব মুক্তিযোদ্ধা আছেন, তাদের সংবর্ধিত করতে আমাদের এ আয়োজন।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া তাদের হাতে উপহার হিসেবে প্রাইজবন্ড তুলে দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।