বগুড়ায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ
০৯ এপ্রিল, ২০২২, 10:27 AM

NL24 News
০৯ এপ্রিল, ২০২২, 10:27 AM

বগুড়ায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ঘটনাস্থলে কেউ মারা যায়নি। তবে আহত হয়েছে অন্তত ৮ জন। আহতের মধ্যে দুজন গুরুতর।
আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ৮ জন আহত হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।