বগুড়ায় ইয়াবাসহ সাবেক মেম্বার গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 7:02 PM

NL24 News
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 7:02 PM

বগুড়ায় ইয়াবাসহ সাবেক মেম্বার গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : বুধবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার শাহবেন্দগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামস্থ টিএম নুরুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শাহবন্দেগী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও হামছায়াপুর গ্রামের ছফের উদ্দীনের ছেলে টিএম নুরুল ইসলাম নুরু (৬০) ও শেরুয়া গড়েরবাড়ি গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোনারুল ইসলাম ওরফে মোমিন (৩৩)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, হামছায়াপুর গ্রামের টিএম নুরুর বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান এসেছে, এমন সংবাদে অভিযান চালানো হয়। একপর্যায়ে বাড়িটি তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের আরেক সহযোগী ইউসুফ আলী পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠনো হয় বলেও জানান তিনি।