ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা
২৬ মার্চ, ২০২২, 10:56 AM

NL24 News
২৬ মার্চ, ২০২২, 10:56 AM

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষার্থী সিদ্দিকুর রহমান রিজন (২৮) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের আধাপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। পরিবারের লোকজন রিজনের পড়ার ঘরের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মুক্তাগাছা থানার এএসআই সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে রিজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরআগে সকালে সিদ্দিকুর রহমান রিজন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, 'হয়তো বা তোমার ব্যর্থতার মাঝে, লুকিয়ে আছে সাফল্যের বীজ। শোককে শক্তিতে রূপান্তরিত করো, একদিন তুমি পারবে জয় করতে। আজ যারা তোমাকে নিয়ে নিন্দা করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে কাল হাত তালি দিবে।'