ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

ফের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে খুন কৃষক

#

নিজস্ব সংবাদদাতা

০৬ অক্টোবর, ২০২২,  8:47 PM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়ায় একের পর এক পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ ও মুক্তিপণ না দিলে খুনের ঘটনা ঘটাচ্ছে। পাহাড়ী এলাকায় অপহরণ আতঙ্কে বসবাস করছে হাজার হাজার মানুষ। অনেকেই আবার ঘর বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়।  উপজেলার পাহাড় বেষ্ঠিত এলাকা কেলিশহর, খরনা, কচুয়াই ইউনিয়ন থেকে গত দুই বছরে প্রায় ১৫০ জন মানুষকে অপহরণ করে নিয়ে বেদরক মারধর, নির্যাতন ও মোটা অংকের মুক্তিপণ আদায় করার ঘটনা ঘটেছে। এছাড়াও গত ৫ বছরে মুক্তিপণ সহ সন্ত্রাসীদের পরিচয় জেনে যাওয়ায় ১৫জন খুন হয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসীদের ধরতে র‌্যাব, আর্মি, পুলিশ যৌথ বিশেষ অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করতে পারেননি এখনো পর্যন্ত। সর্বশেষ বৃহস্পতিবার সকালে পাহাড়ের পাদদেশে নিজের জমিতে চাষ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া(৪২) নামের এক কৃষক খুন হয়েছে। নিহত আনু মিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরপাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনু মিয়া সহ তারা কয়েকজন পাহাড়ে নিজেদের চাষ করা বেগুন ক্ষেতে যায়। সকাল ১০টার দিকে একদল পাহাড়ি সন্ত্রাসী আনু মিয়ার বেগুন ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে সেটা দেখে আনু মিয়া তাদের পরিচয় জানতে চাইলে তারা আনু মিয়াকে দুইটি গুলি করে। পাশের ক্ষেতে কাজ করা অন্য কৃষকরা গুলির বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থল ছুটে আসে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তার ভাই আব্দুর রহিম সহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে চমেকে রেফার্ড করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা। চমেকে নিয়ে যাওয়ার পথে আমজুর হাঠ এলাকায় আনু মিয়া শেষ নিশ^াস ত্যাগ করেন।

অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছর ফেব্রুয়ারী থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে পটিয়া সীমান্তে পাহাড়ি সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠে। উপজেলার কেলিশহর বোয়ালখাী সীমান্ত, হাইদগাও, শ্রীমাই, বুদবুদি ছড়া, রাঙ্গুনিয়ার কমলছড়ি, ক্রুশিয়া, বেনিপাড়া, ছীপছড়িপাড়া, ডলুছড়ি সহ পাহাড় বেষ্টিত প্রায় সকল এলাকায় প্রায় সময় শান্তি বাহিনী বা সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেন। বন মালিক ও কর্মচারীকে টার্গেট করে প্রথমে মোবাইল ফোনে চাঁদাদাবি করে। চাঁদা না দিলে পরে স্থানীয় মদব্যবসায়ীদের সহযোগীতায় বাগান মালিক বা বাগানে কাজ করা কর্মচারীদের অপহরণ করে নিয়ে মোটা অংকের টাকা আদায় করা হয়। মুক্তিপণ দিতে না পারলে কেউ কেউ আবার খুনের শিকার হচ্ছে।

এই প্রতিবেদকের অনুসন্ধানে আরো জানা যায়, পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে স্থানীয় মদব্যবসায়ীরা সহযোগিতা করছে তাদের। স্থানীয় এক মদব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে এই এই প্রতিবেদককে জানান, পাহাড়ে যে সন্ত্রাসীরা আছে তারা পাহাড়ী এলাকার কিছু মদব্যবসায়ীদের সাথে যোগসাজস করে মদ সরবরাহের রোড ম্যাপটা ক্লিয়ার করে দেন। তবে তারা শর্ত জুড়ে দেই যে, স্থানীয় যাদের গাছের বাগান আছে, লেবুর বাগান আছে, তাদের তালিকা দিবে, মোবাইর নম্বর দিবে এবং তাদের থেকে মোটা অংকের চাঁদা বা মুক্তিপন আদায়ে সহযোগীতা করবে। না হলে মদ সরবরাহ বন্ধ করে দিবে। তাই স্থানীয় মদব্যবসায়ীরা পাহাড়ী সন্ত্রাসীদের কথা মত কাজ করে যাচ্ছে। তিনি জানান, পাহাড়ে যে সন্ত্রাসী গ্রæপ আছে সেগুলো হলো, জেএসএল, ইউডিপিএল, মগ পার্টি, আরকান বাহিনী, মদব্যবসায়ী। এই সন্ত্রাসী গ্রæপ গুলো বিভিন্নভাবে বিভক্ত হয়ে পাহাড়ী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। প্রশাসন যখন তৎপর হয় স্থানীয় মদব্যবসায়ীদের বিভিন্ন সোর্সদের মাধ্যমে তাঁরা তখন মূহুর্তেই খবর পেয়ে সতর্ক অবস্থানে চলে যায়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আনু মিয়া নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাকে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, পাহাড়ি সন্ত্রাসীদের থেকে স্থানীয়দের নিরাপদ রাখতে বিভিন্ন সময় আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। প্রশাসন সবসময় তৎপর রয়েছে। স্থানীয় যে সকল মদব্যবসায়ীরা পাহাড়ী সন্ত্রাসীদের সহযোগিতা করছে তাদের তালিকা ইতোমধ্যে করা হয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী