ফেনীতে তিন রোহিঙ্গা নাগরিক আটক
১০ মার্চ, ২০২৩, 11:22 PM

NL24 News
১০ মার্চ, ২০২৩, 11:22 PM

ফেনীতে তিন রোহিঙ্গা নাগরিক আটক
নুর মোহাম্মদ, রামু ( কক্সবাজার)
ফেনী সদর মডেল থানাধীন মহিপাল এলাকা হতে স্টার লাইন বাসে উঠার চেষ্টাকালে সন্দেহজনক ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ফেনী ডিবি পুলিশ।
বৃহস্পতিবার ৯ মার্চ রাতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এস অাই মো: কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মহিপাল ওভার ব্রীজের নিচে ঢাকামুখি স্টার লাইন কাউন্টারের রাস্তার উপর অভিযান পরিচালনা তাদের অাটক করে।
শুক্রবার ১০ মার্চ ফেনী জেলার গোয়েন্দা পুলিশের নির্ভরযোগ্য সুত্রে এসব তথ্য জানাগেছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় শফিক খান (২১), পিতা-আইয়ুব খান, সাঙ্গিরিবিল, থানা-বুচিডং, জেলা-বুচিডং, মায়ানমার, বর্তমানে এ/পি- সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ১০ ব্লক, জি-২৫, থানা-উখিয়া, মোঃ রফিক (২০), পিতা-কালা মিয়া, হাড়িপাড়া, থানা-থানাসইদ, জেলা-মংডু, মায়ানমার, বর্তমানে এ/পি-আলীখালী রোহিঙ্গা ক্যাম্প, ২৫ ব্লক, ডি-২৩, থানা-টেকনাফ, রোজিনা আক্তার (১৯), পিতা-আব্বাস, নাইক্ষ্যংডং, থানা-বুচিডং, জেলা-বুচিডং, মায়ানমার, বর্তমানে এ/পি-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ১৯ ব্লক, ই-৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে নিশ্চিত করেন।
আসামীদের কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে উখিয়ার উপজেলার বালুখালী, কুতুপালং, টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার বিষয়টি স্বীকার করে।
আসামী মায়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ পথে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিদেশী নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে।