ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ফুলপুরে প্রতিবন্ধী স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

#

১১ ফেব্রুয়ারি, ২০২২,  7:40 PM

news image
প্রশিক্ষণশেষে সনদ প্রদান

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে আজ শুক্রবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার দিউ গ্রামে একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণশেষে সনদ প্রদান করা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে তারাকান্দা নুরুল ইসলাম অটিজম স্কুল, হালুয়াঘাট ইছব আলী অটিজম স্কুল, ধোবাউড়া অটিজম স্কুল, পূর্বধলা অটিজম স্কুল, ফুলপুর একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং গৌরীপুর অটিজম স্কুলসহ মোট ৬টি প্রতিবন্ধী স্কুলের ৪৮ জন শিক্ষককে ইশারা ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণশেষে সনদ প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএলআর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস সেলিনা মুস্তফা, ডা. ইফতেখার রহমান, ডিরেক্টর মিসেস সোনিয়া হাসান প্রমুখ। 

এছাড়া ফুলপুর ইতালী রাইস মিলের প্রোপ্রাইটর একেএম শহিদুল হকের সভাপতিত্বে ও একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা একেএম এমদাদুল হক, উদ্যোক্তা মাহফুজুর রহমান, প্রশিক্ষক বিটিভির সংবাদ পাঠক আহসান হাবিব প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী