NL24 News
১১ ফেব্রুয়ারি, ২০২২, 7:40 PM
ফুলপুরে প্রতিবন্ধী স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে আজ শুক্রবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার দিউ গ্রামে একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণশেষে সনদ প্রদান করা হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে তারাকান্দা নুরুল ইসলাম অটিজম স্কুল, হালুয়াঘাট ইছব আলী অটিজম স্কুল, ধোবাউড়া অটিজম স্কুল, পূর্বধলা অটিজম স্কুল, ফুলপুর একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং গৌরীপুর অটিজম স্কুলসহ মোট ৬টি প্রতিবন্ধী স্কুলের ৪৮ জন শিক্ষককে ইশারা ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণশেষে সনদ প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএলআর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস সেলিনা মুস্তফা, ডা. ইফতেখার রহমান, ডিরেক্টর মিসেস সোনিয়া হাসান প্রমুখ।
এছাড়া ফুলপুর ইতালী রাইস মিলের প্রোপ্রাইটর একেএম শহিদুল হকের সভাপতিত্বে ও একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা একেএম এমদাদুল হক, উদ্যোক্তা মাহফুজুর রহমান, প্রশিক্ষক বিটিভির সংবাদ পাঠক আহসান হাবিব প্রমুখ।