ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে হাড়গোড়, আলামত সংগ্রহ করেছে সিআইডি স্টেশনে বাংলা নাম দেখে চটলেন ব্রিটিশ এমপি, সমর্থন দিলেন মাস্ক পাকিস্তানি নৌ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত রাজকুমার হ্যারিকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী

ফুলছড়ি রেঞ্জ অফিসার হুমায়ুন যোগদানের পাঁচমাসে মামলা ২৯, উচ্ছেদ ৩০

#

১২ নভেম্বর, ২০২৩,  3:17 PM

news image
রেঞ্জ ও বিট অফিসারদের নিয়মিত টহলের একাংশ

তাহজীবুল আনাম:
কক্সবাজারের চারদিকে এক শ্রেণির অসাধু কর্মকর্তা, কর্মচারী যখন অপরাধী ও দুর্বৃত্তদের সঙ্গে আঁতাত করে পরিবেশ ও বনের বারোটা বাজাচ্ছে, সেখানে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জে পরিবেশ বিধ্বংসী অপরাধীদের আতংক হয়ে উঠেছেন রেঞ্জ অফিসার হুমায়ুন আহমেদ। 

চারদিকে দখল বানিজ্য, পাহাড় কাটা, বালি উত্তোলন ও বনভূমির সরকারি গাছ রক্ষায় তিনি অকতোভয় লড়াকু হয়ে কাজ করছেন। ফুলছড়ি রেঞ্জের আগেকার দুর্নাম ও অভিযোগ পেছনে ফেলে তিনি বন, পরিবেশ রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

ইতিমধ্যে রেঞ্জ অফিসার  হুমায়ুন আহমেদ যোগদানের পাঁচ মাসের মাথায় ২৫ টি অবৈধ স্থাপনা ও ৫টি বালুমহাল উচ্ছেদ করেছেন। অপরাধীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন ২৯ টি। এছাড়াও জঙ্গলের সৌন্দর্যের প্রতীক হাতি রক্ষায় তিনি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। 

ফুলছড়ি রেঞ্জ অফিসার হুমায়ুন আহমেদ জানান, ফুলছড়ি রেঞ্জের বনে ৫০ টির অধিক হাতির বিচরণ রয়েছে। সেসব প্রাণিরা প্রায় সময় মানুষের আক্রমণের শিকার হয়ে মারা যায়। বৈদ্যুতিক তার ও হাতি নিধনের ফাঁদ তো আছেই। এসব বিষয় মাথায় রেখে হাতির জীবন  রক্ষায় কাজ করে যাচ্ছি। পাশাপাশি জবরদখল বানিজ্য, পাহাড় কাটা, বনভূমিতে  অবৈধ স্থাপনা নির্মাণ রোধ , মাদার ট্রি রক্ষা ও বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।আমি রাতদিন এক করে বনের পাহারা দিয়ে যাচ্ছি। তারপরও কতিপয় কিছুলোক  অপরাধ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান রয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী