ক্রীড়া ডেস্ক
১৫ মে, ২০২৪, 11:07 AM
ফুটবলার রপ্তানিতে প্রথম ব্রাজিল, আর্জেন্টিনা তৃতীয়
বিশ্বায়নের ছোঁয়া লেগেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিশ্বের নামিদামি প্রতিটি দেশের ফুটবলাররাই এখন খেলে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের লিগে। ব্যতিক্রম নন ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সের ফুটবলাররাও। নিজ দেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই খেলে থাকেন এসব দেশের ফুটবলাররা।
সম্প্রতি সুইজারল্যান্ডের খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এক প্রতিবেদনে খেলোয়াড় রপ্তানিতে কোন দেশগুলো রাজত্ব করছে, সেই তালিকা তুলে ধরেছে। ফুটবল বিশ্বে যেসব দেশ এগিয়ে তাদেরই দাপট সেই তালিকায়।
বিশ্বব্যাপী ১৩৫টি লিগের ২ হাজার ২০৯টি ক্লাবের ৬২ হাজার ৯৫৫ ফুটবলারের শিকড় অনুসন্ধান করে এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটির গবেষণায় দেখা গেছে, বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির ১৩৩৮ জন ফুটবলার দেশটির বাইরের বিভিন্ন দেশের লিগ খেলছেন। পৃথিবীর আর কোনো দেশের এত ফুটবলার নিজ দেশের বাইরে গিয়ে খেলেন না।
ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স। তাদের ১০৯১ জন ফুটবলার পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছেন তালিকার তিনে। দেশটির ৯৯৫ জন ফুটবলার বাইরের দেশের বিভিন্ন লিগে খেলছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও জার্মানি। এ দুটি দেশ যথাক্রমে ৫৮৬ ও ৪৬৮ জন ফুটবলার রপ্তানি করেছে।