ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি পটিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে অ্যাপল পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল সেনাবাহিনী

ফাঁসিয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

#

১৭ মার্চ, ২০২৩,  11:59 PM

news image

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বার ও স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। এরপর সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।

এ সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব আ.ক.ম হুমায়ুন কবির, ইউপি সদস্য যথাক্রমে, ১নং ওয়ার্ডের নুর মোহাম্মদ, ২নং ওয়ার্ডের আবদুল হক মানিক, ৩নং ওয়ার্ডের রফিক আহামদ, ৪নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম তুহিন, ৫নং ওয়ার্ডের জমির উদ্দিন, ৬নং আবুল হাসেম, ৭নং ওয়ার্ডের আবু তাহের, ৮নং ওয়ার্ডের রফিক আহামদ ও ৯নং ওয়ার্ডের মহি উদ্দিন উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাজেদা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের রোজিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মুর্শিদা বেগম। এছাড়াও স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামিলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ওপর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী"র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্য এবং দেশের উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী