ফাঁসিয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৪ আগস্ট, ২০২৩, 10:35 PM

NL24 News
২৪ আগস্ট, ২০২৩, 10:35 PM

ফাঁসিয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
তাহজীবুল আনাম : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় ফাসিয়াখালী বনবিটের অধীন দক্ষিণ ছাইরাখালী ছিড়া পাহাড়ের উত্তর পাশে বনাঞ্চলের ভেতরে রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন বনকর্মীরা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, কতিপয় চক্র সাম্প্রতিক সময়ে কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করে।
বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, সরকারি বনসম্পদ ও বনভূমির সুরক্ষা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থায় নতুন করে কেউ বনবিভাগের জায়গা দখলে নিতে পারবেনা। সেইজন্য আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।