ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

ফরিদপুরে সিরিয়াল কিলার সাগর গ্রেফতার

#

২৩ এপ্রিল, ২০২২,  7:29 PM

news image

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের একটি দল শহরের কমলাপুর লালের মোড় এলাকায় অবিস্থত টিচার্স ট্রেনিং কলেজ এলাকা থেকে একাধিক হত্যা মামলার আসামি ও সিরিয়াল কিলার সাগর মোল্যাকে (২৩) অস্ত্র-মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সাগর মোল্যাকে গ্রেফতারের বিষয়ে শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সাগর মোল্যা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। সে গত ৫ মাসে তিনটি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। এরমধ্যে গত ১৯ দিনে সে ও তার সহযোগীরা ইজিবাইক চালক দুই কিশোরকে নৃসংশভাবে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়। তিনটি হত্যাকান্ডই সে করেছে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, সাগর মোল্যা এলাকার উঠতি বয়সী কয়েক কিশোরকে সাথে নিয়ে একটি গ্যাং তৈরী করে। সেই কিশোর গ্যাংটিকে নিয়ে সাগর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি, মাদক, ছিনতাই করে বেড়াতো। তার গ্যাংয়ের সদস্যরা কিশোর ও শিশু হওয়ায় তাদের কেউই সন্দেহ করতো না। ইজিবাইক ছিনতাইকারী হিসাবে আছমত শেখ ও আশিক শেখ নামের দুই কিশোর ও শিশু পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেড়িয়ে আসে সিরিয়াল কিলার সাগর মোল্যার বিষয়টি।

সিরিয়াল কিলার সাগর মোল্যা তার সহযোগী দুই ভাই আছমত শেখ ও আশিক শেখকে নিয়ে ইজিবাইক ছিনতাইয়ের কাজে নামে। তারা কিশোর বয়সী ইজিবাইক চালককে টার্গেট করে মিশনে নামতো। এপ্রিল মাসেই এ চক্রটি মিলে দুটি ইজিবাইক ছিনতাই করে। সেই সময় ইজিবাইক চালক সাব্বির বিশ্বাস (১৪) ও নাইম শেখকে (১৫) নৃসংশভাবে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়। এছাড়া এ চক্রটি গত মাসে চরমাধবদিয়া এলাকায় আরেক কিশোরকে হাত-পা বেঁধে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখে। 

সিরিয়াল কিলার সাগর মোল্যার বিরুদ্ধে মানিকগঞ্জ ও ফরিদপুর থানায় হত্যা,মাদক ও অস্ত্রসহ মোট ৭টি মামলা রয়েছে। সাগর মোল্যার বাড়ী ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁ’র ডাঙ্গী গ্রামে। তার পিতার নাম কাসেম মোল্যা। সাগর মোল্যা ও তার সহযোগীরা আরো কোন খুনের সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়া এ কিশোর বাহিনীর সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী