ফরিদপুরে ট্রাকচাপায় রিকশাযাত্রী নিহত
২০ মার্চ, ২০২২, 3:19 PM

NL24 News
২০ মার্চ, ২০২২, 3:19 PM

ফরিদপুরে ট্রাকচাপায় রিকশাযাত্রী নিহত
নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরে রোববার ভোর সাড়ে ৫টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের মেইন সড়কে বালুবাহী ট্রাকচাপায় মো. সাইফুল ইসলাম জৈনদ্দিন (৪৭) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালকও।
নিহত মো. সাইফুল ইসলাম উপজেলার টিলারচর গ্রামের বাসিন্দা।
আহত রিকশাচালক শাহজাহানকে (৩২) চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ভোরে মো. সাইফুল ইসলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রিকশায় ওঠেন। এ সময় বালুবাহী একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন তারা।
এলাকাবাসী দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যপারে চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, এখনও ঘাতক ট্রাকটি খুঁজে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত আছে। এ দুর্ঘটনায় অভিযোগ পেয়ে মামলা নেওয়া হবে।