প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ
০২ মার্চ, ২০২২, 10:02 AM

NL24 News
০২ মার্চ, ২০২২, 10:02 AM

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ
নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে এসে র্যাবের হাতে গ্রেফতার হলো এক যুবক।
২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে র্যাব। এ সময় স্কুলছাত্রীকেও উদ্ধার করে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার যুবকের নাম নুর নবী কাজী (২৫)। তিনি বগুড়া জেলার মেঘাগাছা এলাকার শফিক কাজীর পুত্র।
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান। তিনি জানান, কিছু দিন আগে ওই স্কুলছাত্রীর বাড়ির পাশে সড়ক দুর্ঘটনায় নুরনবী কাজী (২৫) নামে এক যুবক আহত হন। স্কুলছাত্রীর বাবা নুরনবীকে এ সময় উদ্ধার করে বাসায় এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। নিয়মিত খোঁজখবরও রাখেন।
তিনি আরও জানান, সুস্থ হয়ে ওই স্কুলছাত্রীর বাসায় আসা-যাওয়া শুরু করেন নুরনবী। আগে নুরনবীর দুটি স্ত্রী থাকলেও তার চোখ পড়ে এবার ১৪ বছর বয়সী ওই স্কুলছাত্রীর ওপর। ওই মেয়েকে দেন প্রেমের প্রস্তাবও। মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর মধ্যে গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের মেইন গেট থেকেই নুরনবী ওই স্কুলছাত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। এ ঘটনায় বগুড়ার সারিয়াকান্দি থানা ও র্যাবের কাছে অভিযোগ করেন ওই স্কুলছাত্রীর বাবা।
এ ব্যাপারে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৩টার দিকে নুরনবীকে আটক করে র্যাব। পরে তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।