প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে পটিয়ায় মৎসজীবী লীগের প্রস্তুতি সভা
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর, ২০২২, 7:50 AM

নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর, ২০২২, 7:50 AM

প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে পটিয়ায় মৎসজীবী লীগের প্রস্তুতি সভা
পটিয়াঃ- চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে মঙ্গলবার দুপুরে পটিয়ায় প্রস্ততি সভা করেছেন উপজেলা মৎসজীবী লীগের নেতৃবৃন্দরা।
উৎসবমুখর পরিবেশে পলোগ্রাউন্ড ময়দানকে জনসমুদ্রের জনতরঙ্গে উদ্বেলিত করে তুলতে নেতা কর্মীদের আহবান জানান পটিয়া মৎসজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম।
সভায় তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো পলোগ্রাউন্ড ময়দানে জনসভায় উপস্থিত হবেন। তাই এই দিনটি আমাদের সকলের জন্য উৎসবমুখর করে তুলতে তারই প্রস্তুতি নিতে পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়েও অভূতপূর্ব গণজাগরণ ঘটাতে হবে।
উপজেলা মৎসজীবী লীগের যুগ্ন আহ্বায়ক ছোটন সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন, যুবলীগ নেতা ডি.এম জমির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, লিটন বড়ুয়া, তৌহিদুল ইসলাম জুয়েল, সুজন বড়ুয়া, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, বেলাল হোসেন, আবদুল আউয়াল, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, সৈয়দ নুর, মোঃ রাসেল, মোঃ মাসুদ, নুরুল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম, মোঃ সোহেল, আতিক হাসান, আবদুল করিম ইমু, মোঃ বাবলু প্রমূখ।