ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গৃহহীনদের মুখে হাসির ঝিলিক

#

২৯ এপ্রিল, ২০২২,  2:52 PM

news image

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক-যোগে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে তৃতীয় পর্যায়ে ঘরের উদ্বোধন করেছেন। প্রতিটি ঘরের মূল্য ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার তৃতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় দুই হাজার ৬১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান ও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের দুই শতক জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা ভূমিহীনরা।

তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণে ২২২.৭০ একর জমি উদ্ধার করা হয়েছে, যা ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কেউ যেন জড়িয়ে না পড়ে, সে কারণে জেলা প্রশাসন ও সদর ইউএনওসহ প্রশাসনের পক্ষ থেকে ঘর পাওয়া মানুষের তালিকা আগেই প্রচার করা হয়েছে। এতে যদি কোনও সচ্ছল ব্যক্তি তালিকায় থাকে তার নাম বাদ দেওয়া হবে। এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ, পানি, ড্রেনেজ ও সেনিটেশনের ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।

আকচা এলাকার ৭০ বছর বয়সী ময়না বেগম বলেন, “মোর মা শেখ হাসিনা হামারলার দিকে হাত বাড়াইছে। কাইল যখন রাইত মেম্বারটা কহিল মোক ঘর দিবে সাথে সাথে চার রাকাত নামাজ পইচ্ছু হামার প্রধানমন্ত্রীর মায়ের তানে। রাইত কাটার তাতে আর মাইনছের বাড়িত থাকিবা হবেনি “

ফকিরপাড়া এলাকার আক্তারি  বলেন, “মঙ্গলবার হামারা নয়া বাড়ি পাইছি । মাইনছের বাড়িত ১০০০ টাকা ভাড়া দিহানে আর থাকিবা হবেনি।”

এসময় পাশে থাকা অসুস্থ স্বামী দুলালের দুচোখ ছলছল করছে। তিনি বলেন, “মুই খুবেই অসুস্থ। মানুষের কাছত ভিক্ষা করে নিজের চিকিৎসা কইচ্ছু। কাহো আগায় আসেনি। নিজের থাকার তানে একটু মাটিও নাই। এক লোকের মাধ্যমে সদর উপজেলা ইউএনও অফিসত আবেদন করিনু। পরে শুনিনু মোর নামে ঘর দিছে। মুই গরিব, নিজের ঘরত থাকিম, কোন দিনও  স্বপ্নেও ভাবুনি। প্রধানমন্ত্রী হামাক বাড়ি ও দলিল দিবে খুব আনন্দ লাগছে। ঈদ না আসতেই আজ হামাক ঈদের মতো আনন্দ লাগেছে।”

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহাবুবর রহমান বলেন, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন, গৃহহীন দুই হাজার ৬১২টি পরিবারকে দুই শতক জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেছেন।

তিনি আরও বলেন, কেউ যাতে দুর্নীতি করতে না পারে প্রশাসনের পক্ষে কঠোর নজরদারি করা হচ্ছে। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নামের তালিকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী