প্রকৃত রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা বাড়বে-বদি আলম
নিজস্ব সংবাদদাতা
১৭ মার্চ, ২০২২, 9:56 PM

নিজস্ব সংবাদদাতা
১৭ মার্চ, ২০২২, 9:56 PM

প্রকৃত রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা বাড়বে-বদি আলম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উদযাপন উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল এবং গবীর দুস্হদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, "বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে সংগঠন গুলোকে অরাজনৈতিক লোক এবং অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে, প্রকৃত রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা বাড়বে"
তিনি বলেন বাংলাদেশ বঙ্গবন্ধু এই দুইটি নাম অবিচ্ছেদ্য, বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনের ফসল একটি স্বাধীন দেশ, যার নাম বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই দেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায়, পরিপূর্ণ উন্নত দেশ হিসেবে পৌঁছাতে আমাদের দরকার শতভাগ শিক্ষিত জাতি গড়ে তোলা। একটি জাতি বা সমাজের উন্নয়ন সাধনে আদর্শের প্রয়োজন, অনুকরণীয় চরিত্রের প্রয়োজন, এবং এই শিক্ষার জন্য এই সমাজ ব্যাবস্থার জন্য আমাদের সকলের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ তিতিক্ষা, নৈতিক শিক্ষার অনুসরণ প্রয়োজন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে রাজনৈতিক সংগঠন গুলোকে রাজনৈতিক কর্মীদের দিয়ে ঢেলে সাজাতে হবে।
তিনি আরো বলেন, অরাজনৈতিক অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে সংগঠন গুলোকে শক্তিশালী করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শীক সংগঠন গড়ে উঠবে।
অনুষ্ঠানে বৃহত্তর পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ৭৫' পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ডি এম জমির উদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মেম্বার, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলী আকবর ছিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা কাইর আহমদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,যুবনেতা সাইফুল ইসলাম, আজিজুল হক মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, হাসান শরীফ, বেলাল শরীফ, তৌহিদুল আলম জুয়েল, সাহাবুউদ্দিন সাদি, উজ্জল ঘোঘ, ছোটন, সাইফুউদ্দিন ভোলা, করিম,সাইফু, ইকবাল, নুরুল আমিন, গিয়াস, বেলাল, বদরুজ, ফোরকান, জিসান, শওকত,হাসান, রোকন, আলমগীর, কামাল, করিম, মফিজ, ইয়াকুব, রাসেল, আবু সৈয়দ, ইমন বরুয়া,আলাউদ্দিন, আপন, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন, ছাত্রনেতা মহিউদ্দিন মানিক, মাশরাফি,জাহেদ,সাজ্জাদ, তাহের, জুবায়েদ,মহিউদ্দিন, ফোরকান, ইবনান, মনাসিব, জুয়েল, ওসমান, ইমন, রিপন, রোবায়েদ, শাহেদ, সৌরভ, রিদু, আইয়ুব প্রমূখ।