প্রকাশিত সংবাদে সিরাজের প্রতিবাদ
০৭ এপ্রিল, ২০২৩, 12:43 AM

NL24 News
০৭ এপ্রিল, ২০২৩, 12:43 AM

প্রকাশিত সংবাদে সিরাজের প্রতিবাদ
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় কাটার সময় "ছয় ডাম্প ট্রাক জব্দ" শীর্ষক সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন সিরাজুল ইসলাম (৩৫)।
গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত বন বিভাগের অভিযানে রামুতে ছয়টি ডাম্প ট্রাক জব্দের ঘটনায় সিরাজুল ইসলামকে পলায়নকারী হিসেবে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, পাহাড় কাটা ও মাটি কাটার সাথে আমি কখনো জড়িত ছিলাম না। যেখানে ঘটনা ঘটেছে , সেই স্থানে আমার ট্রাক ছিলই না। ঘটনার দিন আমি সন্তান নিয়ে হাসপাতালে ছিলাম চিকিৎসার কাজে। আমার একটি মাত্র ট্রাক আছে, তা বের করা হয়না রমজান এর আগ থেকে।তারপরও উক্ত সংবাদে আমাকে জড়িয়ে পলায়নকারী হিসেবে প্রতিবেদক আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন তা অত্যন্ত দুঃখজনক।
সিরাজ আরো বলেন, আমার প্রতিপক্ষ কতিপয় লোকজন উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদকের মাধ্যমে সংবাদে আমার নাম ঢুকিয়ে দিয়েছেন। ওইদিন ঘটনা কখন কিভাবে সংঘটিত হয়েছে তার বিন্দু মাত্র আমার জানা ছিলনা। হঠাৎ সংবাদে আমার নাম দেখতে পেয়ে খুবই মর্মাহত হয়েছি। যার ফলে সামাজিকভাবে আমি খুবই হেয়পতিপন্যের শিকার হয়েছি।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সংবাদে আমার নাম নিয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক -
সিরাজুল ইসলাম
পিতা- মৃত রশিদ আহমেদ
সাং:- কোনারপাড়া (৪নং ওয়ার্ড) লিংকরোড়, ঝিলংজা, কক্সবাজার সদর।