প্রকাশিত সংবাদে পিএমখালী রেঞ্জ অফিসারের প্রতিবাদ ও নিন্দা
২৬ অক্টোবর, ২০২৩, 1:00 AM

NL24 News
২৬ অক্টোবর, ২০২৩, 1:00 AM

প্রকাশিত সংবাদে পিএমখালী রেঞ্জ অফিসারের প্রতিবাদ ও নিন্দা
"ঘুষ দিলেই গাছ পাচারের বৈধতা দেন পিএমখালীর রেঞ্জ অফিস" উক্ত শিরোনামে প্রকাশিত একটি সংবাদ গত ২৪ অক্টোবর দৈনিক মেহেদী নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়৷ সেই সংবাদটি আমি নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি দেখে আমি খুবই হতাশ ও বিচলিত হই। কারণ আমি দায়িত্ব নেয়ার পর থেকে পিএমখালীতে সংবাদে উল্লেখিত কোন ঘটনাই হয়নি। অথচ একটি পত্রিকা মনগড়া সংবাদ পরিবেশন করলো, যা অত্যন্ত দুঃখজনক। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে সংবাদটি প্রচারে উদ্ভুদ্ধ করা হয়েছে বলে জানা গেছে । পুরো সংবাদের তথ্য মিথ্যা, বানোয়াট এবং হলুদ সাংবাদিকতার জলন্ত প্রমাণ। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে বন ও বনজ সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে পালন করছি। আমি এ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা যাচাই বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। অতএব: আমি এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী-
ফারুক আহমদ বাবুল
রেঞ্জ অফিসার, পিএমখালী,
কক্সবাজার উত্তর বন বিভাগ।