ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

#

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:34 PM

news image

গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকায় "ইউপি চেয়ারম্যানের ত্রাণ বিক্রি প্রমাণিত" শীর্ষক শিরোনামে  প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নিম্ন স্বাক্ষরকারী রাজাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল। 

ইউপি চেয়ারম্যান বাবুল জানান, একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্যে কাজ করতে গিয়ে প্রতিহিংসা ও রোষানলের শিকার হয়েছি। উক্ত সংবাদে উল্লেখিত ত্রাণের বিষয়ে আমি অবগত নয়। ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে প্রশাসন আছেন, দেশে আইন আছেন, তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা মাঠে এসে সঠিক তথ্য নিয়ে সংবাদ করুন, এটাই নিয়ম। 

কিন্তু যে বিষয়ে আমি মোটেও জড়িত নয়, সেসব গর্হিত ছোট কাজে আমাকে জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।  উক্ত প্রতিবেদনে সেসব তথ্য উল্লেখ করা হয়েছে সবকিছু মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। এমনকি যে প্রতিবেদক সংবাদ পরিবেশন করেছেন তিনি আমার কাছ থেকে বক্তব্য পর্যন্ত  নেননি। আমি এই ধরনের কাল্পনিক  অস্তিত্বহীন, মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই মিথ্যা ও মনগড়া  সংবাদে সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত না হতে আহবান জানাচ্ছি।  

প্রতিবাদকারী -

নজরুল ইসলাম সিকদার বাবুল 

চেয়ারম্যান, রাজাখালী ইউনিয়ন পরিষদ, পেকুয়া।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী