পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সংষ্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:11 PM

NL24 News
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:11 PM

পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সংষ্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
এম.দিদারুল করিম, পেকুয়া ( কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাটে বার্ষিক সংষ্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা । বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম শাহাদাত হোসেন। সহকারী শিক্ষক সরওয়ার উদ্দিনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আজম খাঁন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছাফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাংবাদিক এম এম সুমন ও রেজাউল করিম রাজু প্রমূখ । ওইদিন আলোচনা সভা শেষে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।