ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পেকুয়ায় রামিস কিচেন রেস্টুরেন্ট বাবুর্চির রহস্যজনক মৃত্যু

#

০২ মার্চ, ২০২৩,  10:58 PM

news image

স্টাফ রিপোর্টার,পেকুয়া ( কক্সবাজার) 


কক্সবাজারের পেকুয়ায় এসডি সিটি সেন্টারস্থ  রামিস কিচেন রেস্টুরেন্ট নামের এক খাবারের দোকানের বাবুর্চি আবুল বাশার(২৮)এর লাশ উদ্ধার করছে পুলিশ। এ লাশ উদ্ধার নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা রহস্যের।  


বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে উপজেলার পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারস্থ রামিস কিচেন রেস্টুরেন্টের কর্মচারীদের ভাড়া করা বাসার শয়ন কক্ষ থেকে  এ লাশ উদ্ধার করেন পেকুয়া থানা পুলিশ। 

নিহত আবুল বাশার ফেনী জেলার বাসিন্দা বলে জানান পুলিশ। বর্তমানে সে পেকুয়া উপজেলার রামিস কিচেন রেস্টুরেন্টের শেফ (বাবুর্চি) তিনি বাইম্যাখালী এলাকার একটি ভাড়া বাসাই থাকতেন।


ওই রেস্টুরেন্টে কর্মচারীরা জানান, গত (০১ মার্চ ) বুধবার রাত রেস্টুরেন্টের  কাজ শেষ করে বাসায় ঘুমাতে চলে যায়। পরে দিন সকালে সবাই রেস্টুরেন্টে চলে আসি, দুপুর পর্যন্ত না আসায়, খাবার নিয়ে এক কর্মচারী বাসায় গেলে ভেতর গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে। অনেক ডাকা ডাকি করে পরে হাত নাড়াছাড়া করে দেখে। এতে কোন সাড়াশব্দ নাই,এক পর্যায়ে তার মধ্যে ভয়ে কাজ করে।

পরে ম্যানেজারকে খবর দিলে সবাই এসে বিষয়টি পুলিশকে জানাই। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এস আই নাজমুল, এস আই অমর চন্দ্র বিশ্বাস লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে। 


এদিকে ওই রেস্টুরেন্টের ম্যানেজার শরিফ জানান,সে প্রতিদিনের ন্যায় বাসায় ঘুমায়। দুপুরের পরে সে ডিউটি করতে আসে। ঘটনার দিন তার জন্য দুপুরের খাবার নিয়ে যায় অন্য একজন স্টাফ। তার মাধ্যমে আমি জানতে পারি বিষয়টি। আসলে কি কারণে মারা গেছে আমি জানি না।  


এব্যাপারে জানতে চাইলে রেস্টুরেন্টে মালিক রহিম সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।


এদিকে পেকুয়া থানার এস আই অমর চন্দ্র বিশ্বাস জানান লাশের সুরতহাল শেষ হয়েছে তবে তার কোন অভিভাবক এখনো আসে নাই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী