পেকুয়ায় ঋনদান সমিতির উদ্যোগে সাত হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
০২ মার্চ, ২০২৩, 11:01 PM

NL24 News
০২ মার্চ, ২০২৩, 11:01 PM

পেকুয়ায় ঋনদান সমিতির উদ্যোগে সাত হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর ৩০ তম ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পেকুয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কালব্ জ অঞ্চলের ডিরেক্টর আশিশ কুমার দে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা সভা পরিদর্শন করেছেন। সভায় সাধারন সম্পাদক সমিতির বার্ষিক আয় ব্যয় সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এরপর
উম্মুক্ত আলোচনায় সদস্যরা নানা অভিযোগ তুলে ধরেন। এসব প্রশ্ন আমলে নিয়ে সুন্দর ও সুচারুভাবে জবাব দেন সম্পাদক মো.ফারুক ও সহ সভাপতি জেলা ক্লাস্টার সাজ্জাদুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধা এড কামাল, কাল্বের জেলা ম্যানেজার সমিরন কান্ত দে, কাল্বের বান্দরবন জেলা ব্যাবস্থাপক প্রনব বিশ্বাষ হোসেন, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট লিঃ এর সাবেক সভাপতি নাছির উদ্দীন, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল, সাবেক সভাপতি আকতার আহমদ, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোছাইন সুজন, সদর দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শিমুল করিম, সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামসহ বিভন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় সভা শেষ হয়।
এদিকে সমিতির প্রায় ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি করা হয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম চলে।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সাধারন সম্পাদক সাংবাদিক মো.ফারুক বলেন, প্রতিবছর বার্ষিক সভায় সদস্যদের মাঝে শুধু কিছু সম্মানীভাতা দিয়া হতো। এবার ব্যতিক্রম ভাবে আয়োজন করা হয়েছে। রমজানকে সামনে রেখে প্রায় ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছি। এগুলো সদস্যের হক। সদস্যরাই সংগঠনের প্রান।
সেলিনা আক্তার, শহিদুল ইসলামসহ আরো কয়েকজন সদস্য বলেন, সম্মানী ভাতার পাশাপাশি কিছু ইফতার সামগ্রী পেয়েছি। মহৎ উদ্যেগ ও সুন্দর আয়োজনে আমরা খুশি।