
NL24 News
২২ মে, ২০২৩, 11:21 PM

পুকুর ভরাট করায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে পুকুর ভরাটের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার নগরের পাহাড়তলী থানায় মামলাটি করেন অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।
অভিযুক্তরা হলেন- মো. আনিসুর রহমান চৌধুরী ও তার স্ত্রী বিবি ফাতেমা। তারা পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার ছদু চৌধুরী বাড়ির বাসিন্দা।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, পরিদর্শনকালে ছদু চৌধুরী বাড়ির পুকুরটির আনুমানিক ১০ শতক জায়গা ভরাট অবস্থায় পাওয়া যায়। ভরাটকৃত জায়গায় টিনের ঘর তৈরি করা হয়েছে। পুকুরের প্রবেশপথে বাঁশের চাটাইয়ের বেড়াও তৈরি করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর শুনানির নোটিশ দিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করতে বলা হয় অভিযুক্ত আনিসুর রহমানকে। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে দুই দফা শুনানিতে পুকুর পুনঃখননের নির্দেশ দেওয়া হয়। এজন্য এক মাসের সময়সীমাও বেধে দেওয়া হয়। এরপরেও পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনায় তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। সোমবার মামলা করা হয়েছে।