সংবাদ শিরোনাম

NL24 News
০৪ জুন, ২০২৩, 3:36 PM

পিএসজি ছাড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক:- পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে মেসি বললেন, ‘ক্লাবকে ধন্যবাদ’। শনিবার (৩ জুন) ফরাসি ক্লাবের জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লারমন্তের বিপক্ষে ম্যাচ দিয়েই পিএসজির সঙ্গে দু'বছরের সম্পর্কের ইতি ঘটল মেসির।
এদিন জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনে আর্জেন্টাইন মহাতারকাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় পিএসজি। যদিও বিদায়ী ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। ক্লারমন্তের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। ক্লাব ওয়েবসাইটে দেওয়া বিদায় বার্তায় মেসি বলেছেন, ‘আমি ক্লাব, প্যারিস শহর এবং এর মানুষদের এ দুই বছরের জন্য ধন্যবাদ দিতে চাই। আমি সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’
সম্পর্কিত