ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, ঘোষণা দিলেন নিজেই

#

নিজস্ব সংবাদদাতা

১১ মে, ২০২৪,  11:40 AM

news image
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ক্লাবের পক্ষ থেকে ঘোষণাটা এসেছিল আগেই। এই মৌসুম শেষেই পিএসজিকে বিদায় বলছেন কিলিয়ান এমবাপ্পে, নিশ্চিত করেছিল ফ্রান্সের ক্লাবটি। এবার আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের ঘোষণা দিলেন এমবাপ্পে নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী এক ভিডিওবার্তায় এমবাপ্পে জানিয়েছেন, পিএসজির জার্সি গায়ে আগামী মৌসুমে আর দেখা যাবে না তাকে।

বেশ কয়েক মৌসুম ধরেই এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন চলেছে। তবে প্রতিবারই এখানে থেকে গেছেন তিনি। এই মৌসুমের মাঝপথে পিএসজি থেকে নিশ্চিত করা হয়েছিল, পিএসজির হয়ে আগামী মৌসুমে আর দেখা যাবে না এমবাপ্পেকে। নিজের শেষ মৌসুমেও অধরা চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার।

ইন্সটাগ্রামে দেওয়া এক ভিডিওতে সমর্থকদের বিদায় বলেছেন এমবাপ্পে, ‘আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি সবসময়ই বলেছি সময় আসলে আমি নিজেই সবকিছু জানাবো। আমি জানাতে চাই পিএসজির হয়ে এটিই আমার শেষ মৌসুম। আমি আমার চুক্তি আর বাড়াচ্ছি না। ঘরের মাঠে আগামী রবিবারই ক্লাবের হয়ে আমার শেষ ম্যাচ। ব্যাপারটা আমার কাছে অনেক আবেগের। ফ্রাঞ্চের সবচেয়ে বড় ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরেও গর্ব হয় আমার। এখানে যা শিখেছি সেটা আজীবন আমার সাথে থাকবে।’

বিদায়বেলায় সতীর্থ, কোচসহ ক্লাবের সবাইকে ধন্যবাদ জানালেন এমবাপ্পে, ‘অনেক কিছুই হয়েছে গত কয়েক মৌসুমে। মিডিয়াতে অনেক কিছুই শোনা গেছে। আমি শুধু বলতে চাই ক্লাব দক্ষ মানুষদের হাতে আছে। ছেড়ে যাওয়াটা সবসময়ই কষ্টের। আমি কখনোই ভাবিনি নিজের দেশ ও ক্লাব ছেড়ে চলে যাবো। তবে সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রত্যয়ী। এই ক্লাব আজীবন আমার স্মৃতিতে থাকবে।’

পিএসজির হয়ে নিজের শেষটা লিগের ট্রফি জিতেই করতে চান এমবাপ্পে, ‘আশা করছি ট্রফি জিতেই বিদায় বলব। দারুণ কিছু স্মৃতি থেকে যাবে আমার মনে। আশা করি আপনাদের মনেও আমি থাকব। সবাইকে বিদায়।’

পিএসজিকে বিদায় বললেও শেষ পর্যন্ত এমবাপ্পে কোন ক্লাবে যাবেন, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী