ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

পিএমখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল ছনখোলা ফুটবল একাডেমী

#

২৪ মার্চ, ২০২৩,  1:03 AM

news image

এমডি হাসান ( কক্সবাজার অফিস) 

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে বর্ণাঢ্য  আয়োজনের মধ্যদিয়ে  গত ২২ মার্চ বুধবার শেষ হয়েছে উত্তর পাতলী ক্রীড়া সংস্থা আয়োজিত গোল্ডকাপ ফটবল টুর্নামেন্ট। 

মাদক মুক্ত যুব সমাজ তৈরি করতে  এ  টুর্নামেন্টের  আয়োজন করা হয়। ফাইনাল ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও ট্রপি  প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,   সমাজসেবক   আবদুল গফুর, প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আঃলীগ  সভাপতি মাহম্মুদুর রহমান মাদু,ফাইনাল খেলা উদ্বোধন করেন  পিএমখালী  চেয়ারম্যান মোঃ আবদুল্লা  বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন,  ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে দুই শক্তিশালী দলের উত্তেজনাপূর্ণ খেলা ছিল গোলশূন্য (ড্র)। দুইদলে ছিল জাতীয় মানের একাধিক তারকা খেলোয়াড়।  চরম উত্তেজনাপূর্ণ ঘন্টাব্যাপী খেলায় দুই দলের খেলোয়াড়েরা একাধিক গোলের সুযোগ পেয়ে ও কাজে লাগাতে  পারেনি।শেষ পর্যন্ত গোলের দেখা না পাওয়ায় পেনাল্টিতেই হয় ভাগ্য নির্ধারণ। ৫ --৪ গোলে অর্থাৎ  এক গোলের ব্যবধানে  ছনখোলা ফুটবল একাডেমীর কাছে ধরাশায়ী হয় উত্তর পাতলী ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়েরাই তাদের ক্রীড়া নৈপূন্য দিয়ে হাজারো দর্শকের মনোরঞ্জন করেন। বিজয়ী দলকে গোল্ডকাপ ট্রপি ছাড়া ও নগদ ৪০ হাজার টাকা তুলে দেন আয়োজক কমিটি। বিজিত দলকে দেয়া হয় রানারআপ ট্রপি ও নগদ ২০ হাজার টাকা। খেলায় ম্যানাপদা মেচ নির্বাচিত হয়েছেন,ছনখোলা ফুটবল  একাডেমির মোঃ আলাউদ্দিন, সেরা গোলদাতা হয়েছেন  উত্তর পাতলী ফুটবল একাদশের মোঃসাকীব ও সেরা গোলরক্ষকের হিসাবে নির্বাচিত হয়েছেন ছনখোলা ফুটবল একাডেমীর মোঃ জয়নাল।খেলা পরিচালনা করেছেন জাতীয় রেফারী সৈয়দ করিম

উল্লেখ্য, উত্তর পাতলী ক্রীড়া সংস্থা আয়োজিত এটি ছিল সপ্তম আসর।আগামী বছর অষ্টম ফটবল টুর্নামেন্ট আসর আয়োজনের জন্য প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য  আয়োজকদের জন্য ২ লক্ষটাকা অনুদানের ঘোষণা দেন।এ দিকে আয়োজকরা পিএমখালীতে একটি স্থায়ী খেলারমাঠের ব্যবস্থা করে দিতে অতিথিসহসরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী