পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু
১৬ এপ্রিল, ২০২২, 1:50 PM

NL24 News
১৬ এপ্রিল, ২০২২, 1:50 PM

পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-মো. পিয়ার আহম্মেদ (৫০) এবং সুফল বড়ুয়া (৩৮)।
নিহত পিয়ার আহম্মেদ উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত কবির আহম্মেদ মিস্ত্রির ছেলে এবং সুফল বড়ুয়া একই ইউনিয়নের বেনুবন এলাকার অঞ্জন বড়ুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেতবুনিয়া ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। বাড়ির পাশে ছিল পাহাড়। হঠাৎ করে পাহাড়ের পূর্বে কাটা মাটি এসে কাজেরত দু’শ্রমিকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে মারা যান তারা।
শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস শহিদুল ইসলাম।