পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ
নিজস্ব সংবাদদাতা
০৫ মে, ২০২৫, 8:42 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ মে, ২০২৫, 8:42 PM

পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা যেন এক ভয়াবহ বাস্তবতার নাম। অপহরণকারীদের নিরাপদ ঘাঁটি হয়ে ওঠা এই পাহাড়ি জনপদে সাধারণ মানুষের জীবন এখন এক অনিশ্চয়তায় পরিণত হয়েছে। গাছের বাগানে যাওয়া, পাহাড়ে কাজ করা—সবকিছুতেই লুকিয়ে আছে অপহরণের শঙ্কা।
সর্বশেষ ৫ মে (সোমবার) সকালে হাইদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফর অপহরণের শিকার হন। নিজের গাছ বাগানে তদারকি করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে বন্দি হন তিনি। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
“ওরা সরাসরি টাকা চাইল, না দিলেই মেরে ফেলবে বলল। কান্নাকাটি আর অনুরোধ করে যা পারি দিলাম, তবেই তাকে ফেরত পাই,” বলেন আবু জাফরের স্ত্রী শিরিন আক্তার।
এটাই প্রথম নয়। এর মাত্র পাঁচ দিন আগেই—গত ৩০ এপ্রিল—একই এলাকায় আরও ভয়াবহ এক ঘটনা ঘটে। সেদিন পাহাড়ি সন্ত্রাসীরা একসঙ্গে ৭ জনকে অপহরণ করে। মুক্তিপণ হিসেবে আদায় করে নেয় ২ লাখ ৬০ হাজার টাকা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ের গভীরে গড়ে উঠেছে একাধিক অপহরণ চক্রের আস্তানা। তারা প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষ ও পাহাড়ে যাওয়া সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, “৫ মে’র ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”
কিন্তু স্থানীয়রা বলছেন, ভয়ে অনেকে থানায় অভিযোগ করতে সাহস পান না। কারণ এতে অপহরণকারীদের আরও হুমকি ও প্রতিশোধের আশঙ্কা বাড়ে।
পটিয়া পাহাড়ে সন্ত্রাস ও অপহরণের এ ধারাবাহিকতা থামাতে প্রশাসনিক উদ্যোগ জরুরি হয়ে উঠেছে। না হলে এই জনপদে বসবাসকারী সাধারণ মানুষের জন্য প্রতিদিন হবে নতুন এক অন্ধকারের গল্প।