ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

পারভেজ হত্যা মামলায় দুই ছাত্রী বহিষ্কার, খুঁজছে পুলিশ

#

নিজস্ব সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৫,  5:10 PM

news image
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একইসঙ্গে পারভেজের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও যে দুই তরুণীকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত তাদেরও অনুসন্ধান করছে পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার মঙ্গলবার (২২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত দুই ছাত্রী হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

এদিকে যেই দুই তরুণীকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটে তাদের ব্যাপারে তথ্য পেয়েছেন বলে জানান বনানী থানার ওসি রাসেল সরোয়ার। তিনি বলেন, আমরা সেই দুই তরুণীর ব্যাপারে তথ্য পেয়েছি। তাদেরকে শনাক্তও করা গেছে। কিন্তু এখনো গ্রেফতার করা যায়নি। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই তরুণী ফোন বন্ধ করে রাখায় তাদের অবস্থান তারা বের করা যাচ্ছে না। তারা কোনো আত্মীয় স্বজনের বাসায় লুকিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, ঘটনায় জড়িতরা সবাই বনানী বিদ্যা নিকেতনের ছাত্র।

গত ১৯ এপ্রিল বিকেল পরীক্ষা শেষে পারভেজ তাঁর বন্ধুদের নিয়ে একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। বন্ধুরা বিভিন্ন বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করছিলেন। তাঁদের পেছনেই দাঁড়ানো ছিলেন ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রী ও তাঁদের বন্ধু প্রাইমএশিয়ার মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসান।

একপর্যায়ে পারভেজদের হাসাহাসি নিয়ে এই শিক্ষার্থীরা নোটিশ করেন। কেন তাঁদের কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে, তা তাঁরা জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই পক্ষকে মিটমাট করে দেওয়ার পরও পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাঁকে হত্যা করা হয়। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী