ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ

#

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  10:46 PM

news image

তাহজীবুল আনাম:

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামুর লম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানেরছড়া রেঞ্জ।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানেরছড়া রেঞ্জেরলম্বাঘোনা ও তুলাবাগান বিটের আদর্শ গ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য পানির পাম্প ব্যবহারের খবর পেয়ে অভিযান চালায়। ওই সময় অভিযানের টের পেয়ে বালু কারবারিরা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পেডরোলো দুই হর্সপাওয়ার সম্মিলিত একটি ওয়াটার পাম্প ,প্রায় ১০০ ফুট লম্বা কালো পানির পাইপ,১২ ফুট লম্বা সবুজ রঙের নলি পাইপ এবং প্রায় ২০ ফুট লম্বা সাদা পাইপ জব্দ করা হয়। এই সব মালামাল পানের ছড়া রেঞ্জ এ হেফাজতে নিয়ে আসা হয়।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না এবং এ অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে পানেরছড়া বিটের বিট কর্মকর্তা মো. জলিলুর রহমানসহ অনেকেই নেতৃত্ব দেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল