পাখি শিকারের দায়ে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
২৮ ফেব্রুয়ারি, ২০২২, 10:16 PM

NL24 News
২৮ ফেব্রুয়ারি, ২০২২, 10:16 PM

পাখি শিকারের দায়ে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে সোমবার দুপুরে বাবুল নামে এক যুবক সাতটি ডাহুক পাখি শিকারের দায়েপ্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি শিকার করেন। একপর্যায়ে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থল গিয়ে বাবুলকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দালালবাজার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক জানান, অনুমতি ছাড়া বন্যপাখি শিকার, পরিবহণ, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম জানান, পাখি শিকার করায় আইন অনুযায়ী বাবুলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়।