ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পাকিস্তানের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ

#

নিজস্ব সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫,  6:25 PM

news image
ছবি: সংগৃহীত

৬ দল নিয়ে পাকিস্তানের মাটিতে চলছে ভারতে অনুষ্ঠেয় ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। এই ৬ দলের মধ্যে ২টি খেলবে এই বছরের সেপ্টেম্বরে হওয়া সেই বিশ্বকাপে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল লড়াই করেছে থাইল্যান্ডের নারীদের বিরুদ্ধে। যেখানে নিগার সুলতানা জ্যোতির দল পেয়েছে ১৭৮ রানের বিশাল জয়। ওয়ানডেতে এটিই রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

আজ বৃহস্পতিবার লাহোরে প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাব দিতে গিয়ে জান্নাতুল ফিরদৌস ও ফাহিমা খাতুনের বোলিং তোপে পড়ে মাত্র ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড। জান্নাতুল ও ফাহিমা দুজনই ৫টি করে উইকেট শিকার করেন। 

২৭২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে মন্দ করেনি থাইল্যান্ড। ৩৮ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটার। তবে এরপরই শুরু হয় মড়ক। পঞ্চাশের আগে ৩ উইকেট হারানো থাইল্যান্ড আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমে ফাহিমার তোপে পড়া দলটি পরে জান্নাতুলের বলে দিশেহারা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ১২৭ বল বাকি থাকতেই ৯৩ রানেই অলআউট হয় তারা। 

রান দেওয়ায় এদিন ভীষণ কৃপণতা দেখিয়েছেন অফ স্পিনার জান্নাতুল। ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। ফাহিমা ২১ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। 

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে ওপেনার ইশমা তানজিমকে হারালেও পরের দুইটি জুটিতেই শতাধিক রান যোগ করে বাংলাদেশ। আরেক ওপেনার ফারজানা হক ৮২ বলে করেন ৫৩ রান। তিনে নামা শারমিন আক্তার ১২৬ বলে খেলেন অপরাজিত ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ১১ চারের সাহায্যে এই ইনিংস খেলেন তিনি।

দলনেতা নিগার ছিলেন বেশ বিধ্বংসী। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া এই তারকা ৮০ বলে ১০১ রান করেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। অন্যপ্রান্তে ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শারমিন। শারমিন-নিগার জুটিতে ১৩৮ বলে ১৫২ রান আসে। ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের ২৭১ রানই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গত বছরে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। সেবার ৪ উইকেটে ২৫২ রান করেছিল তারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী