পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন, গ্রেফতার ৩
০২ এপ্রিল, ২০২২, 5:03 PM

NL24 News
০২ এপ্রিল, ২০২২, 5:03 PM

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীতে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে মুদি দোকানের বকেয়া টাকা চাওয়ায় পিটিয়ে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের মেজ ছেলে রাকিব হাসান (২৫) বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত ব্যবসায়ী ইসমাইল হাওলাদার (৬৫) ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। প্রধান অভিযুক্ত একই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে রফিক মোল্লা (৫০।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাম হাওলাদারের ছেলে বাহাউদ্দিন (৪০), আলী আশরাফ হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৩৫) এবং মোকছেদ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫)।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।