পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটিয়া থানার আনন্দ র্যালী
নিজস্ব সংবাদদাতা
২৫ জুন, ২০২২, 8:28 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ জুন, ২০২২, 8:28 PM

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটিয়া থানার আনন্দ র্যালী
মোরশেদ আলম: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটিয়া থানা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়।
শনিবার দুপুরে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার ও ওসি তদন্ত রাশেদুল ইসলাম সকালে বেলুন উড়িয়ে আনন্দ র্যালীর শুভ উদ্বোধন করেন।
আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা আ’লীগ এর সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুন রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী এর নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ আনন্দ র্যালীটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে পটিয়া থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।