পদ্মায় ধরা পড়লো ১৫ কেজির বোয়াল
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 6:43 PM

NL24 News
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 6:43 PM

পদ্মায় ধরা পড়লো ১৫ কেজির বোয়াল
নিজস্ব প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর রাইটা ঘাটে জেলে লালন আলীর জালে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ।
পরে উপজেলার লালপুর বাজারে ভাই ভাই মৎস্য আড়তে মাছটি বিক্রয়ের জন্য নিয়ে আসলে ১ হাজার ৪ শত টাকা কেজি দরে মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী রয়েল আলী।
জেলে লালন আলী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিনি পদ্মার রাইটা ঘাটে জাল ফেলেন। পরে বৃহস্পতিবার ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রয়ের জন্য লালপুর বাজারে ভাই ভাই মৎস্য আড়তে তোলেন।
সেখানে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছ ব্যবসায়ী রয়েল আলী মাছটি কিনে নেন। পরে মাছ ব্যবসায়ী রয়েল আলী মাছটি কেটে ১ হাজার ৪৫০ টাকা দরে ২১ হাজার ২৫ টাকায় বিক্রয় করেন বলে জানান তিনি।