পদত্যাগ নিয়ে মুখ খুললেন আকরাম খান
২১ ডিসেম্বর, ২০২১, 7:02 PM

NL24 News
২১ ডিসেম্বর, ২০২১, 7:02 PM

পদত্যাগ নিয়ে মুখ খুললেন আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া লাগার পর নতুন খবর হলো সাবেক অধিনায়ক আকরাম খানের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানো। গতকাল সোমবার ফেসবুক পোস্টে এই খবর জানান আকরামের সহধর্মিণী সাবিনা আকরাম। তিনি ফেসবুকে লিখেছিলেন, 'ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।' এর পর থেকে আকরাম খান নিজের ফোন বন্ধ করে রাখেন। সেই ফোন না খোলায় অবশেষে আজ মঙ্গলবার তাঁর বাসায় গিয়ে হাজির হন সাংবাদিকরা।
সাবিনা আকরাম আগের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছিলেন, আকরামের পদত্যাগ তাঁদের পারিবারিক সিদ্ধান্ত। আজ নিজ বাসায় আকরাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, 'হ্যাঁ, পারিবারিক কারণেই সরে যাচ্ছি। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। পাপন ভাইয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। উনার পরামর্শই আমি অনুসরণ করব।'
আকরাম আরো বলেন, 'যেহেতু আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, তো এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমার যে অভিভাবক, গত আট বছরে উনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। তো উনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। উনার কনসার্ন ছাড়া আমি আপনাদের কিছু বলতে পারব না। ৩টার দিকে আজ কল করেছিলাম, রিপ্লাই দেননি। হয়তো যেকোনো সময় কল ব্যাক করবেন। কল করলে উনার সঙ্গে আলাপ করে নেব।'