ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

পথচারীকে চাপা দিয়ে মারল বেপরোয়া প্রাইভেটকার

#

২১ জানুয়ারি, ২০২২,  12:17 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।


বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের দুই নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম মোহাম্মদ টিটু। তিনি একই ইউনিয়নের ফকিরহাট এলাকার মোহাম্মদ শামসুর ছেলে। আহতের নাম মোহাম্মদ জোহান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়।   


সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক টিটু নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।


এর আগে, ১১ জানুয়ারি দুপুরে একই ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট আব্দুল্লাহর ঘাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মারুফ নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মারুফ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালঘড়া এলাকার মোহাম্মদ মতিনের ছেলে। বর্তমানে ফৌজদারহাট জলিল স্টেশন এলাকায় থাকে তার পরিবার।


একইদিন সকালে ফৌজদারহাট আব্দুল্লাহর ঘাটার দুই কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ নামে একজন নিহত হন।


পুলিশ জানায়, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল লতিফ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল