পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা বহাল তবিয়তে_প্রত্যাহার চেয়ে মেয়রের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা
১৮ সেপ্টেম্বর, ২০২২, 9:16 PM

নিজস্ব সংবাদদাতা
১৮ সেপ্টেম্বর, ২০২২, 9:16 PM

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা বহাল তবিয়তে_প্রত্যাহার চেয়ে মেয়রের স্মারকলিপি
পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ নিয়মকে অনিয়মে পরিনত করে দিনের পর দিন নিজের সেচ্ছাচারিতায় কর্মকান্ড পরিচালনা করে আসলেও এখনো তিনি বহাল তবিয়তে। এ স্বাস্থ্য কর্মকর্তার নানা অনিয়মে স্বাস্থ্যসেবা ব্যহত হলেও উর্ধ্বতন কর্মকর্তরা কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ জনগনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ’কে স্মারকলিপি প্রধান করেন।
স্মারকলিপিতে বলা হয়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী যোগদানের পর থেকেই সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের সেচ্ছাচারিতায় নানাবিধ অনিয়ম কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। জনগনকে রক্ষার নিমিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে স্বাস্থ্যসেবা জনগনের দোড়গোরায় পৌঁছে দিচ্ছে। কিন্তু ডাঃ সব্যসাচী নাথ বিনামূল্যে প্রধানকৃত টিকা টাকা দিয়ে বিক্রি করেছে। তার বিরুদ্ধে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে সহায়তাকারী, সেচ্ছাসেবী ও গ্রাম পুলিশের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ইপিআই কর্মকর্তা থাকা সত্ত্বেও কোল্ড চেইন না মেনে ভ্যাকশিন পরিবহণকারী পোর্টারদের দিয়ে দিনের পর দিন ভ্যাকসিন বিতরণ করেন। অথচ আমার একমাত্র ছেলেকে বয়সের অজুহাত দেখিয়ে টিকা না দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। উপজেলায় ব্যাঙের ছাতার মত অবৈধ ডায়োগনস্টিক সেন্টারের ছড়াছড়ি হলেও এগুলোর বিরুদ্ধে নিয়মিত তদারকি ও তেমন কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। সরকার কতৃক স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বরাদ্ধকৃত আবাসিক ভবন থাকলেও সেখানে বসবাস না করে প্রায়সময় নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকেন। দাপ্তরিক পত্র যোগাযোগে সরকার কতৃক ১৯৮৬ এর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসরণ না করাও ঘোরতর অভিযোগ তোলেন স্মারকলিপিতে।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে মেয়র আইয়ুব বাবুল জানান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ দিনের পর দির স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম করে গেলেও সংস্লিষ্ট প্রশাসন ও হুইপ সামশুল হক চোধুরীকে বারবার অবহিত করা হলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমি স্বাস্থ্যের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালকে এ স্বাস্থ্য কর্মকর্তার সকল অনিয়ম, দূর্নীতির ডকুমেন্ট সহ স্মারকলিপি দিয়েছি আশাকরি তারা এর একটা সুষ্ট বিচার করবে।
এবিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ জানান, মেয়র আইয়ুব বাবুল স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যেসকল অভিযোগ তোলেছেন তা আমলে নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি করা হবে। অভিযোগ প্রমানিত হলে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিব।