পটিয়া স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা
২৪ জানুয়ারি, ২০২৩, 7:20 PM

নিজস্ব সংবাদদাতা
২৪ জানুয়ারি, ২০২৩, 7:20 PM

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন
পটিয়া প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
মঙ্গলবার দুুপুরে পটিয়া পোষ্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাহনাজ আকতার, রিমা আকতার, নাইমা আকতার, নাছরিন আকতার, রুম্পা আকতার, প্রিয়া সেন, সাইমা আকতার, শিল্পী, সাদিয়া, সাবরীনা সুলতানা, রেশমি আকতার, আদিবা, সাইকা প্রমুখ।
এসময় তারা বলেন, করোনা মহামারীতে পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল এর একমাত্র পুত্র মেধাবী কলেজ ছাত্র আতিক শাহরিয়ার মাহি টিকাবিহীন অবহেলাজনিত মৃত্যুর এক বছর পার হলেও ডাঃ সব্যসাচী নাথ স্বপদে বহাল রয়েছে। বিভিন্ন পেপার পত্রিকায় আমরা এই দূর্ণীতিবাজ ডাক্তারের অনিয়ম ও কুকীর্তির চিত্র দেখেছি। এই কর্মকর্তার জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের কারখানা হয়েছে। এই কর্মকর্তাকে যদি দ্রুত অপসারণ না করা হয় তাহলে পটিয়ার সর্বসস্তরের ছাত্রছাত্রীরা বৃহত্ত আকারে তাকে অপসারণের জন্য আন্দোলন গড়ে তুলবে।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মেয়র পুত্র মাহির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা গেইটের সামনে পটিয়ার সচেতন নাগরিক, শাপলা কঁুড়ির আসর, কুসুম কলি, পটিয়া সরকারী কলেজের ছাত্রছাত্রী, ছাত্রলীগ, ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণের দাবিতে এর আগে মানববন্ধন করেছে।