ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা পুলিশ কমিশনার মহোদয়ের গাজীপুরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন এর বিক্ষোভ মানববন্ধন

পটিয়া বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ

#

নিজস্ব সংবাদদাতা

০৪ জানুয়ারি, ২০২২,  7:09 PM

news image
পটিয়া বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ

পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে মণীন্দ্র লাল বড়ুয়া ও মিনা বড়ুয়ার পুত্র-পুত্রবধুদের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো। এসময় বক্তব্য রাখেন, দাতা রিংকু বড়ুয়া বুলি ও পরিতোষ বড়ুয়া খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, ইন্দ্রসেন বড়ুয়া, অক্ষয়ানন্দ ভিক্ষু, বুদ্ধসেবক ভিক্ষু, প্রিয়পাল ভিক্ষু, শুভ, সুপ্ত, সাম্য প্রমুখ। প্রথম পর্যায়ে শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড.সংঘপ্রিয় মহাথেরো বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান নই আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।  মানুষ হিসেবে ¯্রষ্টা প্রদত্ত রাষ্ট্রের রুটি, রুজির সবকিছুর সমান অধিকার পাবে। কাউকে ছোট চোখে না দেখে মানবিক দৃষ্টিকোন থেকে দেখে সবার বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উল্লেখ্য যে,করোনাকালীন সময়ে এ পরিবার আত্মমানবতার সেবায় নিয়োজিত ছিল।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল