পটিয়া দিশা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা
০১ এপ্রিল, ২০২২, 6:43 PM

নিজস্ব সংবাদদাতা
০১ এপ্রিল, ২০২২, 6:43 PM

পটিয়া দিশা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় দিশা ট্রাস্ট্রের উদ্যোগে ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া পৌরসদরের দক্ষিণ ঘাটায় সংগঠনের অস্থা্য়ী কাযার্লয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা হেফাজুল করিম রকিবের দিক নির্দেশনায় সভাপতি ব্যাংকার মো: আবু ইউসুফ (পিংকু) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন ব্যাংক দক্ষিণ খান যাত্রাবাড়ি আশকোনা শাখার সিনিয়র অফিসার ইমরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আবদুল সাত্তার, সংগঠনের উপদেষ্টা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখার সিনিয়র অফিসার নজরুল ইসলাম।
সংগঠনের সাধারন সম্পাদক মো. সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শফিউল বশর মামুন, সহ সভাপতি মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, আশিক চৌধুরী, নয়ন চৌধুরী, আরকান, যুগ্ন সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন রাসেল, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল করিম চৌধুরী , সহ সাংগঠনিক সম্পাদক নওশাদ নাফিজ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ পটিয়ার বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ ২৩ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট হাতে তুলে দেই। এছাড়াও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বই, খাতা, কলম তুলে দেন। উল্লেখ্য সংগঠনটি ২০২১ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত পটিয়া পৌর এলাকার সুবিধা বঞ্চিতদের পাশে থেকে মানবিক ভ্রাতৃত্বের সমাজ গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন মূলক সামাজীক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।