পটিয়া টেম্পু সমিতি নির্বাচনে বিজয়ী হলেন যারা
নিজস্ব সংবাদদাতা
০৪ জুন, ২০২২, 7:50 PM

নিজস্ব সংবাদদাতা
০৪ জুন, ২০২২, 7:50 PM

পটিয়া টেম্পু সমিতি নির্বাচনে বিজয়ী হলেন যারা
মোরশেদ আলম, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় টেম্পু-সিএনজি সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ইং শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। সমিতির নির্বাচন শেষে কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী গতকাল বিকেলে প্রার্থীদের ভোট গননা শেষে বিজয়ী সকল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন, সভাপতি প্রার্থী মো. জামশেদুল হক, সহ-সভাপতি মো. ইলিয়াচ, সহ সভাপতি মো. লোকমান বাচা, সম্পাদক প্রার্থী মো. খোরশেদুল আলম, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য বোরহান উদ্দিন, আলি আকবর, মো. আব্দুল করিম, বাচা মিয়া।
প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য পদের জন্য ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যার মধ্যে ১৮ জন প্রার্থী মনোয়ন দাখিল করেন। উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কর্মকর্তা যাচাই বাছাই শেষে ১১ জনের মনোয়ন বৈধ বলে ঘোষণা করেন। তারমধ্যে ৯জন বিনা প্রতিদ্বন্ধিতায় জয় লাভ করেন। এছাড়া বাকি দুই সহ সভাপতির পদে গতকাল ৪জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সমিতিতে প্রায় ১৮শ মত ভোটার আছে।
#মোরশেদ/এনএল