ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা পুলিশ কমিশনার মহোদয়ের গাজীপুরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন এর বিক্ষোভ মানববন্ধন

পটিয়া জিরি মাদ্রাসার ১১৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

#

নিজস্ব সংবাদদাতা

১০ ডিসেম্বর, ২০২১,  7:57 PM

news image

চট্টগ্রামের পটিয়ার আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার ১১৫ তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি শুক্রবার ১০ ডিসেম্বর রাতে মাদ্রাসা প্রাঙ্গনে সমাপ্ত হয়েছে।

জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আজিজুল হাসান, মাওলানা কাজী আখতার হোছাইন আনোয়ারী, আল্লামা নুরুল ইসলাম আদীব, আল্লামা সোলতান যউক নদভী, নজরুল ইসলাম কাছেমী, মাওলানা মহিউদ্দিন কাছেমী, মুফতি মিজান সাঈদ, মাওঃ রেজাউল করিম আবরার, মাওঃ ইয়াহিয়া, মাওঃ ড. আ.ফ.ম. খালিদ হোছাইন, আল্লামা মুফতি আব্দুল হালিম, মাওঃ নাছির বিন আজগর তৈয়বী, শেখ আহমদ উল্লাহ সাহেব, খোরশেদ আলম কাছেমীস, হাফেজ মুহাম্মদ খোবাইব, হাফিজুর রহমান ছিদ্দিকি কুয়াকাটা প্রমুখ।

বার্ষিক সভায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির র্ধম। ইসলাম সারা বিশ্বে শান্তির বার্তা পৌছায়। এখানে বিশৃঙ্খলা কোন স্থান নেই। যারা ইসলামের নামে আজ বিশ্বে অরাজকতা সৃষ্টি করছে তারা ইসলামের চরম শত্রু। যারা প্রকৃত মুসলিম তারা কখনো অশান্তি হানাহানিতে লিপ্ত হতে পারে না। তারা ভ্রান্ত মতধারায় পথভ্রষ্ট। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক মতাদর্শ প্রচার প্রসারে বিশ্ব ব্যাপী কওমী মাদরাসা সমূহ ব্যাপক ভুমিকা রাখছে।

বর্তমান সমাজে নিত্য পর্দা লংঘন হচ্ছে। কোনভাবেই ইসলামি শরীয়তে পর্দা না করার সুযোগ নেই।  এবং মাদক ইসলামী শরীয়তে সম্পুর্ন নিষিদ্ধ। কিন্তু মাদকের কারনে আজ সমাজ কলুষিত হয়েছে। মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামের সম্পুর্ন বিধিবিধান মেনে চলতে হবে। এছাড়া কোন ভাবেই দেশ ও সমাজকে মাদক মুক্ত করা সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব বলেন, এ সব মাদরাসা পরিচালিত হয় এ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগীতায়। আপনাদের এ সহযোগীতা আগামীতেও অব্যাহত রাখবেন আশা রাখি। তাহলে ইসলামী শিক্ষা বিস্তারে সহায়ক হবে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল