ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্রি হচ্ছে করোনা ভ্যাক্সিন

#

নিজস্ব সংবাদদাতা

২৯ মার্চ, ২০২২,  11:37 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র টাকার বিনিময়ে বিক্রি করছে করোনার সব ধরনের ভ্যাকসিন। 

**টিকাপ্রতি ১০০/২০০

**দালালদের হাতে সব ধরনের টিকা

সোমবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে সরেজমীনে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা রোগীদের লাইন থেকে ডেকে এনে স্বাস্থ্য পরিদর্শকের রুম ও ওয়াশরুমের এক পাশে এনে কয়েকজনন লোক টিকাপ্রতি ১০০/২০০ টাকা নিয়ে ভ্যাক্সিন দিচ্ছে। টিকা দেওয়ার বিষয়ে জানতেই চাইলেই দৌড়ে পালিয়ে যায় তঁারা।

টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলির হাট গ্রামের নয়ন দাশ ও পৌরসদরের ৩নং ওয়ার্ডের নাসিমা আক্তার জানান, তাদের সাথে লাইনে দঁাড়ানো কয়েকজন লোককে তাড়াতাড়ি টিকা নিয়ে চলে যেতে দেখতে পেয়ে তারাও ওইকানে গিয়ে টাকা দিয়ে মুহূর্তেই টিকা নিয়ে নেই। তঁারা জানান, কারোর কাছ থেকে টিকাপ্রতি ১০০ আবার কারোর থেকে সুযে াগ বুঝে ২০০টাকা ও নিয়েছে।

টিকা রক্ষণাবেক্ষণকারীর দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আলি আকবরের সাথে দালাল চক্রের যোগসাজসে এমন কর্মকান্ড অনায়াসে প্রতিদিন চললেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতি চোখে পড়ার মতোই। নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের একজন স্টাফ জানায়, টিকা বিক্রির ঘটনা এটাই প্রথম না।

টিকা রক্ষণাবেক্ষণকারী স্বাস্থ্য সহকারী আলি আকবরের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, যারা টাকা নিয়ে টিকা দিছে তঁারা মেডিকেলের কেউ না তারা দালাল চক্র হতে পারে। দালালদের পরিচয় জানতে চাইলে তিনি কৌশলে এই প্রশ্ন এড়িয়ে যান। 

সুরক্ষা বেষ্টনী থেকে দালালদের হাতে কেমন করে এই টিকা গেছে তা জানতে চাইলে তিনি বলেন, আমি ভ্যাক্সিন দিতে ব্যস্ত থাকি, সবসময় এই টিকা গুলো তো আর পাহাড়া দিয়ে থাকবনা। 

এবিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, টিকা দিয়ে টাকা নেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। যে বা যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে শিশুদের টিকাপ্রতি ৪০/৫০ টাকা করে নেওয়ার একটি ভিডিও চলতি মাসে সামাজীক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই কাজে জড়িত থাকা স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে কোন ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেননি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী