ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের শপথ নিলেন ডাঃ এমদাদুল হাসান

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জুলাই, ২০২৪,  8:16 PM

news image

মোরশেদ আলম:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত হয়েছে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন।

প্রথমবারের মত নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাজিমাত করেছেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুরব্রাক্ষণবাড়িয়া জেলার ১২ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। 

শপথ শেষে ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং খেলাধুলায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্যে কাজ করেছি। মানুষের বিপদে এগিয়ে আসার চেষ্টা করেছি। এখন ভাইস চেয়ারম্যান পদের পরিধি বিবেচনা করে আমার করণীয় পালন করে যাব।’

ডা. এমদাদুল হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সার্জারি বিভাগের রেজিস্ট্রার হন।

পরে নিজ উপজেলা পটিয়ায় ফিরে যান তিনি। ২০২১ সালে পটিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা হলে সার্জারি বিভাগের প্রধানব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরো নানা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত থেকে নিজেকে সবার মাঝে তুলে ধরেছেন

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল