ঢাকা ২২ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
৬ হাজার টেস্ট রান করা প্রথম বাংলাদেশি মুশফিক সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত পঞ্চদশ সংশোধনী বৈধতার বিষয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর কম খরচে কৃষিপণ্য পরিবহনে চালু হলো স্পেশাল ট্রেন কাঁদতে কাঁদতে আদালতে ব্যারিস্টার সুমন, বললেন ‘আমি খুব সরি স্যার’ গাজা থেকে ফিরে ট্রমা, আত্মহত্যা করেছেন অনেক ইসরায়েলি সেনা লন্ডনে আল জাজিরার ক্যামেরায় ধরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চাকরি হারাচ্ছেন প্রশিক্ষণরত ২৫২ এসআই ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার মিয়ানমার সীমান্ত আবারও অশান্ত, রাতভর গোলার শব্দ

পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের শপথ নিলেন ডাঃ এমদাদুল হাসান

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জুলাই, ২০২৪,  8:16 PM

news image

মোরশেদ আলম:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত হয়েছে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন।

প্রথমবারের মত নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাজিমাত করেছেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুরব্রাক্ষণবাড়িয়া জেলার ১২ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। 

শপথ শেষে ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং খেলাধুলায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্যে কাজ করেছি। মানুষের বিপদে এগিয়ে আসার চেষ্টা করেছি। এখন ভাইস চেয়ারম্যান পদের পরিধি বিবেচনা করে আমার করণীয় পালন করে যাব।’

ডা. এমদাদুল হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সার্জারি বিভাগের রেজিস্ট্রার হন।

পরে নিজ উপজেলা পটিয়ায় ফিরে যান তিনি। ২০২১ সালে পটিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা হলে সার্জারি বিভাগের প্রধানব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরো নানা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত থেকে নিজেকে সবার মাঝে তুলে ধরেছেন

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল