ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

#

নিজস্ব সংবাদদাতা

১৮ জুন, ২০২৫,  4:06 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-  চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঈদগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মাস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনসাধারণ।

বুধবার (১৮ জুন) বিকেলে পটিয়া উপজেলা গেইটের সামনে "হাঈদগাও ইউনিয়নের সর্বস্তরের জনগণ" এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষক শ্যামল মাস্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, শ্যামল মাস্টার আওয়ামী লীগ ঘনিষ্ঠ চক্রের সহায়তায় বিদ্যালয়ে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিকে নিজের নিয়ন্ত্রণে রেখে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত রয়েছেন। তার কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন: পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, হাঈদগাও স্কুলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, স্কুল কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, বিএনপি নেতা নাসির উদ্দিন, মোজাম্মেল হক লিটন, এম মাইমুনুল ইসলাম মামুন, এনামুল হক মঞ্জু, অভিভাবক সদস্য নূর মিয়া, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, ইসহাক, মো. আলী আকবর, মফজল সও:, জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, শামিম, আইয়ুব আলী, শফি, সেলিম, রিয়াদ, হাসান, মোরশেদ, সায়েম প্রমুখ।

মানববন্ধন শেষে উপস্থিত প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এতে প্রধান শিক্ষক শ্যামল মাস্টারকে দ্রুত অপসারণ করে বিদ্যালয়ের সুশাসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী