পটিয়ায় ৫ লক্ষ চাঁদা টাকা না দেওয়ায় নির্মাণ কাজে বাধা : সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি : সংবাদ সম্নেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা।।
নিজস্ব সংবাদদাতা
২৬ সেপ্টেম্বর, ২০২৩, 10:24 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ সেপ্টেম্বর, ২০২৩, 10:24 PM

পটিয়ায় ৫ লক্ষ চাঁদা টাকা না দেওয়ায় নির্মাণ কাজে বাধা : সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি : সংবাদ সম্নেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা।।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় এক সাংবাদিক পরিবারের ঘর নির্মাণ কাজে বাধা প্রদান, মিথ্যা মামলায় জড়ানো সহ প্রাণনাশের হুমকি দিয়েছে এক প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট। এ ঘটনায় চরম আতংকে আছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পটিয়া পৌরসভাধীন গোবিন্দারখীল এলাকায় ১১৫ শতাংশ জমি মোঃ বদিউল আলম বাবুল এর কাছ থেকে খরিদ করে নামজারী পূর্বক পটিয়া পৌরসভা থেকে বাড়ি নির্মানের অনুমোদন নিয়ে কাজ শুরু করেন। বাড়ি নির্মাণে কাজ করতে গেলে কতিপয় ব্যাক্তিরা বাধা প্রদান করে তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে নির্মাণকৃত জায়গা আমমোক্তারনামায় মালিক দাবি করে, তার বিপরীতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনার জের ধরে গত ২০ সেপ্টেম্বর কয়েক জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ করে আবদুল্লাহ আল নোমানকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করতে তেড়ে যায়। টাকা না দিলে ওই জমিতে ঘর নির্মাণ করতে পারবে না বলে কাজ বন্ধ করে দেয়।
পরবর্তীতে ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান আইনের শরণাপন্ন হয়ে স্থানীয় জাহাঙ্গীর আলম, আবদুল বায়েছ, ফরিদ আহমেদ সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সিআর মামলা ৫৯৮/২৩ দায়ের করেন।
আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পটিয়া থানাকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার জানান, আদালতের নির্দেশে মামলাটি এফআইআরের কাজ চলমান রয়েছে। এফআইআর শেষে আসামীদের গ্রেফতারে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজ করবেন।####