ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গনসংযোগ নিয়ে মারামারি

#

নিজস্ব সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২১,  7:24 PM

news image
পটিয়ায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গনসংযোগ নিয়ে মারামারি

পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ছত্তরপেটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি সমথর্ীত মেম্বার পদপ্রার্থী মো. আব্দুল আলম বাদী হয়ে এজাহানামীয় ১০ জন ও অজ্ঞাত ২৫/৩০ জন কে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করে। অপরদিকে আওয়ামীলীগ সমর্থীত মেম্বার প্রার্থী শওকত আলী মন্টু বাদী হয়ে এজাহানামীয় ৯ জন ও অজ্ঞাত ৩০/৪০ জন কে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করে।

স্থানীয়রা জানান, ২ মেম্বার প্রাথর্ী এলাকায় গনসংযোগ করার সময় তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হলে এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের আশংকা রয়েছে।

এ বিষয়ে মেম্বার প্রার্থী আব্দুল আলম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার সমর্থকগন এলাকায় গনসংযোগ করার সময় আমার প্রতিদ্বন্ধী প্রার্থী শওকত আলী মন্টু নেতৃত্বে লাটি সোটা নিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ ও আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে।

মেম্বার প্রার্থী শওকত আলী মন্টু বলেন, আমি ছত্তর পেটুয়া এলাকায় সকালে গনসংযোগ করার সময় প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল আলমের নেতৃত্বে তাঁর সমর্থীত লোকজন নিয়ে আমি এবং আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী আলম আমাকে হুমকি দিয়ে বলে আমি ১৮ বছর ধরে মেম্বারের দায়িত্ব পালন করে আসছি। এবারও যদি নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাকে সহ আমার সমর্থীত নেতাকর্মীদের হত্যা করার হুমকি দেয়।

 এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান,  ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রনে আনে। দুই মেম্বার প্রাথর্ীর পক্ষে দুইটি অভিযোগ পেয়েছি। তাদের কে ডেকে এনে পরবর্তীতে এলাকায় এ ধরনের কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তাদেরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী