ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

#

নিজস্ব সংবাদদাতা

০২ অক্টোবর, ২০২৫,  11:24 PM

news image
ছবি-এনএল২৪

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে তিনটি চাঞ্চল্যকর ঘটনা। দিনেদুপুরে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, গভীর রাতে খানকা শরীফে গ্রিল কেটে চুরি এবং পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা— এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রবাসীর ঘরে চুরি:
উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে দুবাই প্রবাসী আকবর সাগরের ঘরে চুরির ঘটনা ঘটে। শ্যালকের মেহেদি অনুষ্ঠানে পরিবারের সবাই বিয়েবাড়িতে গেলে চোরেরা ঘরের পেছনের দরজা ভেঙে আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও চারটি দলিল লুট করে।

প্রবাসীর স্ত্রী পারভীন আকতার বলেন, “ভাইয়ের বিয়ের জন্য বিদেশ থেকে আনা স্বর্ণ ও ব্যাংক থেকে উঠানো টাকা সবই চুরি হয়ে গেছে।” পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খানকা শরীফে গভীর রাতে চুরি:
এর আগের রাতে জঙ্গলখাইন ইউনিয়নের খানকা-এ কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া শরীফে চুরির ঘটনা ঘটে। রাত ২টার দিকে দক্ষিণ পাশের গ্রিল কেটে প্রবেশ করে চোরের দল সৌর বিদ্যুতের ব্যাটারি, দুটি দানবাক্স ও নগদ ২ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।

খানকার ইমাম মওলানা মো. ওসমান জানান, “ফজরের নামাজে উঠেই দেখি গ্রিল কাটা, দরজা খোলা, আর দানবাক্স ও ব্যাটারি নেই।” ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন বকুল ঘটনাটি নিশ্চিত করে জানান, এর আগেও এ খানকায় একাধিকবার চুরি হয়েছে।

ভাইয়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা:
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়ায় পারিবারিক কলহের জেরে বিমল সর্দার (৩৫) আত্মহত্যা করেন। তিনি স্থানীয় টহল সর্দারের ছেলে এবং পমির স্বামী।

স্থানীয়রা জানান, ভাইয়ের সাথে ঝগড়ার পর বিমল মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

একই দিনে পরপর চুরি ও আত্মহত্যার ঘটনায় পটিয়ায় আতঙ্ক ও শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী